শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৪ মার্চ ২০২৫ ১৬ : ০৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পরিস্থিতি এমন, ওয়াকিবহাল মহল বলছে, মহারাষ্ট্রের রাজনীতি এখন উত্তাল হয়ে ওঠে কেবল একটা ঠাট্টাতেই। এমনিতেই গত কয়েকবছর ধরে মারাঠাভূম উত্তাল। শিবসেনা ভাঙল, এনসিপি ভাঙল। শিবসেনা ভেঙে তৈরি হল শিবসেনা উদ্ধব ঠাকরে শিবির, শিবসেনা শিন্ডে শিবির। শিন্ডে শিবির প্রকৃত শিবসেনার তকমাও পেয়ে গেল। এই শিবসেনার ভাঙন বদলে দিয়েছিল মহারাষ্ট্রের রাজনীতি। উদ্ধবের হাত ধরে শিন্ডে আলাদা সেনা শিবির নিয়ে বিজেপির কাছে যেতেই, মহারাষ্ট্রের সরকার পড়ে যায়। উদ্ধবকে সরতে হয়, এবং মাস্টারস্ট্রোকে বিজেপি তাঁর জায়গায় বসায় সেই শিন্ডেকেই। উদ্ধব শিবির তখন থেকেই একনাথ শিন্ডেকে গদ্দার, বিশ্বাসঘাতক বলেছে বারেবারে।
কুণাল-বিতর্কে নিজের পুরনো কথা আরও একবার যেন বলার সুযোগ পেয়ে গেলেন বালাসাহেব পুত্র। কিংবা নিজের সমর্থনে পেলেন আরও একজনকে।
ভাঙচুর, নেতাদের কাদা ছোড়াছুঁড়ির সূত্রপাত স্রেফ একটি কৌতুক-মন্তব্যে। এক অনুষ্ঠানে কুণাল কামরা মহারাষ্ট্রের রাজনীতি, এবং শেষভাগে একনাথ শিন্ডেকে নিয়ে বেশ কৌতুক করে গান বেঁধেছেন। তিনি শিবসেনা ভেঙে দুই দল, এনসিপি ভেঙে দুই দল তৈরি হওয়ার কথা যেমন বলেছেন নিজের মন্তব্যে, তেমনই একনাথ শিন্ডেকে নিয়ে গান বেঁধেছেন বিখ্যাত বলিউড গানে ‘দিল তো পাগল হ্যায়’-র সুরে। তাতে শিন্ডেকে নাম না করে গদ্দার বলেছেন খোলাখুলি, বালাসাহেব-পুত্র উদ্ধব রাজনীতিতে থাকার পরেও যেভাবে শিন্ডে-সেনা ‘আসল সেনা’-র তকমা পেয়েছে, রসিকতা করেছেন তা নিয়েও। কটাক্ষ করে ‘বাবা-চুরি’র উল্লেখ করেছেন।
ব্যাস। এই এক কৌতুক মন্তব্যে একেবারে উত্তাল মারাঠাভূম। একদিকে শিন্ডে শিবিরের লোকজন মুম্বইয়ের জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডি ভেন্যু, হ্যাবিট্যাট স্টুডিয়োতে রীতিমতো তাণ্ডব চালিয়েছে। পুলিশ তার প্রেক্ষতে একগুচ্ছ শিবসেনা নেতাকে ইতিমধ্যে আটক করেছে।
ঘটনায় ময়দানে নেমে এসেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তাঁর বক্তব্য, কামরার জানা উচিত মহারাষ্ট্রের মানুষ সিদ্ধান্ত নিয়েছেন, কে বিশ্বাসঘাতক, কে নয়। কামরার ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি করেছিলেন তিনি। তবে এটুকু নয়, কামরাকে বাম উদারপন্থী এবং শহুরে নকশালরা সম্মানিত ব্যক্তিত্ব বলেও উল্লেখ করেছেন তিনি।
উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও মনে করিয়েছেন, সকলের বাক স্বাধীনতার একটা সীমা থাকা উচিত। তাঁদের মত, কুণালের মন্তব্যের পিছনে রয়েছে মদত, উস্কানি। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যোগেশ কদম সোমবার বলেছেন, মারাঠা সরকার বিতর্কিত কৌতুক অভিনেতা কুণাল কামারার কল রেকর্ড, অ্যাকাউন্টে লেনদেনের তদন্ত চালাবে। যদিও এর কুণাল সাফ জানিয়েছেন, তিনি একেবারেই নিজের বক্তব্যে অনুতপ্ত নন। তাঁর কৌতুক বা মন্তব্যের পিছনে অন্য কোনও দলের নেতাদের হাত নেই, তাও সাফ জানিয়েছেন তিনি।
গোটা ঘটনায় বেশ লক্ষণীয় উদ্ধব ঠাকরের মন্তব্য। তিনি বলছেন, শিন্ডেকে গদ্দার, বিশ্বাসঘাতক বলার মধ্যে কোনও ভুল নেই। কোথাও গিয়ে হয়তো মহারাষ্ট্রের মানুষকে বোঝাবার আর একটা সুযোগ পেলেন, যে তিনি ভুল ছিলেন না।
কিন্তু এক কৌতুক অভিনেতার মন্তব্যে যেভাবে উত্তাল মারাঠাভূম, তাতে সেখানকার রাজনীতি নিয়ে ফের চর্চা।
নানান খবর

নানান খবর

দিল্লি হাই কোর্টে রামদেবের বিরুদ্ধে নির্দেশ, ‘শরবত জিহাদ’ মন্তব্যে আদালতের ক্ষোভ

প্রথমে বিরোধীতা,সম্মানহানি, পরে জনগণের চাপে মান্যতা! বার বার অবস্থান বদলই বিজেপির প্যাটার্ন, বলছে কংগ্রেস

ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী?

ভারতের একমাত্র এই ট্রেনেই মেলে তিন-বেলা বিনামূল্যে পেটভরা খাবার! জানেন কোন ট্রেন?

লাভ-জিহাদে অভিযুক্তদের নির্বীজকরণ করা হোক, বিতর্ক উস্কে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের

রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন

ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!

কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী

‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার

যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা

দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!

দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন

‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি

স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা

গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও